R G Kar Case | বিনীত গোয়েল সম্পর্কিত মামলা থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম!

আরজিকর ধর্ষণ ও খুন কাণ্ডের পর নির্যাতিতার নাম প্রকাশ্যে উল্লেখ করে বিতর্কে জড়িয়েছিলেন তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
আরজিকর ধর্ষণ ও খুন কাণ্ডের পর নির্যাতিতার নাম প্রকাশ্যে উল্লেখ করে বিতর্কে জড়িয়েছিলেন তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এরপর তাঁর বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। আরজিকর মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় প্রথমে হাইকোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ করতে চায়নি। পরে জনস্বার্থ মামলাকারীর আইনজীবী জানান, দেশের শীর্ষ আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করেনি। এবার ওই মামলা থেকে ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। প্রধান বিচারপতি জানান, পরে অন্য কোনও বেঞ্চে পাঠানো হবে মামলাটি।