Supreme Court | পশ্চিমবঙ্গ সহ ১৮টি রাজ্যের মুখ্যসচিবকে সুপ্রিম কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ
বাংলার মুখ্য সচিব সহ মোট ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের ২৭ অগস্ট সুপ্রিম কোর্টে তলব করলেন প্রধান বিচারপতি।
বাংলার মুখ্য সচিব সহ মোট ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের ২৭ অগস্ট সুপ্রিম কোর্টে তলব করলেন প্রধান বিচারপতি। অভিযোগ, প্রাক্তন বিচারপতি ও বিচারবিভাগীয় আধিকারিকদের সুপ্রিম কোর্ট নির্দেশিত বকেয়া পেনশন ভাতা এবং অবসরকালীন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। অল ইন্ডিয়া জাজেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে অভিযোগ করা হয়, সর্বোচ্চ আদালতের একাধিক নির্দেশ থাকা সত্ত্বেও ন্যাশানাল জুডিশিয়াল পে কমিশনের সুপারিশ অনুযায়ী, অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিচারবিভাগীয় আধিকারিকদের পেনশন সুনিশ্চিত করেনি ১৮টি রাজ্য।
- Related topics -
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- মুখ্যসচিব
- পশ্চিমবঙ্গ