Chhattisgarh | মাওবাদী বিরোধী অভিযানে সাফল্য, ছত্তিসগড়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত ২
Saturday, January 17 2026, 4:15 pm

Key Highlightsগুলির লড়াইয়ের পরে শনিবার সেখান থেকে দুই মাওবাদী সদস্যের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এক আধিকারিক।
সম্প্রতি নিরাপত্তারক্ষী বাহিনীর কাছে খবর আসে মাওবাদীদের একটি দল বিজাপুরের দক্ষিণ-পশ্চিম দিকে একটি জঙ্গলে ডেরা বেঁধেছে। খবর মেলে, ওই জঙ্গলে লুকিয়ে ছিলেন মাওবাদীদের দণ্ডকারণ্য স্পেশাল জ়োনাল কমিটির সদস্য পাপা রাও। সেখানে অন্তত ২৫ জন মাওবাদী ছিল বলেও জানা যায়। এরপরই সেখানকার ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং সিআরপিএফের কোবরা বাহিনী তল্লাশি অভিযানে যায়। দুই পক্ষের গুলির লড়াইয়ের পর শনিবার সেখান থেকে দুই মাওবাদী সদস্যের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এক আধিকারিক।
- Related topics -
- দেশ
- ছত্তীসগঢ়
- মাওবাদী হামলা
- মাওবাদী
- নিরাপত্তাবাহিনী
- নিরাপত্তা
- নিরাপত্তারক্ষী
- কেন্দ্রীয় নিরাপত্তা
- পুলিশি নিরাপত্তা
- গুলি বর্ষণ


