ভয়ানক দূষণ এড়াতে এবারও রবীন্দ্র সরোবরে ছটপুজো করার অনুমতি মিলল না
দূষণের মাত্রা এতটাই বেড়ে গেছে যে এবছরও ভয়ানক দূষণ এড়াতে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছটপুজো করা যাবে না। কলকাতা পুরসভা এবারও নিষেধাজ্ঞা বহাল রাখল। নিষেধ অমান্য করে যাতে কেউ ভিতরে ঢুকতে না পারেন, সেদিকে নজর থাকবে পুলিশের। আগামী ১০ ও ১১ নভেম্বর ছটপুজো। কলকাতা পুরসভা ও কেএমডিএ-র যৌথ উদ্যোগে রবীন্দ্র সরোবর লাগোয়া এলাকায় ৩৯ টি জলাশয় ও ঘাট তৈরি করা হচ্ছে। থাকবে অস্থায়ী বাথরুম ও স্নানের পর পোশাক পরিবর্তনে জায়গাও।
- Related topics -
- ছটপুজো
- রবীন্দ্র সরোবর
- কলকাতা পৌরসভা
- জলদূষণ
- কেএমডিএ