জেলাশীর্ষ আদালতে শুনানি পিছিয়ে গেলেও পরিবেশ রক্ষার্থে এবার রবীন্দ্র সরোবরে হবে না ছট পুজো!
আগামী সপ্তাহে অর্থাৎ ২৩শে নভেম্বর রবীন্দ্র সরোবরে ছটপুজো করা নিয়ে রাজ্য সরকারের আবেদনের শুনানি দেবে সুপ্রিম কোর্ট। যদিও বা আগেই জাতীয় পরিবেশ আদালত জানিয়েছিল এবছর রবীন্দ্র সরোবরে ছটপুজো করা যাবে না। কিন্তু ২০ শে নভেম্বর হল ছটপুজো অর্থাৎ মাঝে আর মাত্র ২ দিন। কলকাতা হাই কোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সুপ্রিম কোর্ট যদি সরোবরে ছট নিয়ে কোনও নির্দেশ না-দেয়, সে ক্ষেত্রে পরিবেশ আদালতের নির্দেশই বহাল থাকবে। রবীন্দ্র সরোবরের তত্ত্বাবধানকারী সংস্থা কেএমডিএ সূত্রের খবর, ছটপুজোর দিন আদালতের নির্দেশ অমান্য না হয়, তাই শহরে ৪০টি বিকল্প ঘাট বা জলাশয়ের ব্যবস্থা করা হচ্ছে।