Koneru Humpy । দাবায় চেকমেট ভারতের, বিশ্ব র‌্যাপিড দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হলেন কোনেরু হাম্পি

Sunday, December 29 2024, 4:03 pm
Koneru Humpy । দাবায় চেকমেট ভারতের, বিশ্ব র‌্যাপিড দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হলেন কোনেরু হাম্পি
highlightKey Highlights

দাবার কোর্টে ভারতের জয়জয়কার। এবার নিয়ে দ্বিতীয়বার বিশ্ব র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হলেন কোনেরু হাম্পি।


ডি গুকেশের পর এবার কোনেও হাম্পি। দাবার ছকে একের পর এক বাজিমাত ভারতীয়দের। বার নিয়ে দ্বিতীয়বার বিশ্ব র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হলেন ভারতের মহিলা গ্র্যান্ড মাস্টার কোনেরু হাম্পি। এর আগে ২০১৯ সালে দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। পাঁচবছর পর ফের চ্যাম্পিয়ন হলেন হাম্পি। দাবা অলিম্পিয়াডে অংশ নিতে না পারার দুঃখ কাটালেন বিশ্ব র‌্যাপিড দাবায় দারুণভাবে ফিরে। টুর্নামেন্টের গোড়া থেকে ড্র করে একেবারে শেষ রাউন্ডে আইরিন সুকন্দরকে হারিয়ে খেতাব নিশ্চিত করলেন কোনেরু।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File