রাজ্য

ছটপুজোয় সর্বনিম্ন দূষণের মাত্রা! পুলিশের প্রহরায় দূষণমুক্ত রবীন্দ্র সরোবর।

ছটপুজোয় সর্বনিম্ন দূষণের মাত্রা! পুলিশের প্রহরায় দূষণমুক্ত রবীন্দ্র সরোবর।
Key Highlights

উড়লো না ফানুস, ফাটলনা বাজি, ছিলোনা কোনো জমায়েত, সরোবরের জলও ছিল পরিষ্কার। এই প্রথম ছটের দিন দূষণের মাত্রা অনেকটাই কমলো রবীন্দ্র সরোবরে। আদালতের নির্দেশিকায় বন্ধ ছিল সরোবর। চারদিক ছিল পুলিশি ঘেরাটোপে। রাজ্য দূষণ নিয়ন্ত্রকের তথ্য বলছে এই বছর সরোবরে দূষণের মাত্রা ছিল ১৩৫। প্রতিবছর ছটপূজো বা তার পরেরদিন সরোবরের দূষণের মাত্রা এক ধাক্কায় অনেক টা বেড়ে যায়, সেখানে এই বছরের দূষণের মাত্রা অনেকটা কম হওয়ায় তা নিজেদের জয় হিসেবে দেখছেন পরিবেশবিদরা।