শহর কলকাতা

R G Kar Scam Case | আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় আগামিকাল তৈরী হবে চার্জ!

R G Kar Scam Case | আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় আগামিকাল তৈরী হবে চার্জ!
Key Highlights

আগামিকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলার চার্জ গঠন হবে।

আগামিকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলার চার্জ গঠন হবে। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ তথা মামলার অন্যতম অভিযুক্ত সন্দীপ ঘোষ এই সময়সীমা বৃদ্ধির আবেদন করে গত শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। এরপর গত ১ ফেব্রুয়ারি আলিপুরের বিশেষ CBI আদালতের নির্দেশে আরজিকরে আর্থিক দুর্নীতি সংক্রান্ত সমস্ত নথি আদালতে নিয়ে আসেন সিবিআই আধিকারিকরা। আজ, মঙ্গলবার মামলাটির ফের শুনানি হয়। সেখানেই বিচারক স্পষ্ট জানান, বুধবারই মামলার চার্জ গঠন।