Jadavpur University | যাদবপুরে ওয়েবকুপার সম্মেলনে বিশৃঙ্খলা, আক্রান্ত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

Saturday, March 1 2025, 2:04 pm
highlightKey Highlights

দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলে ধুন্ধুমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার সরাসরি হামলার মুখে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।


শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার রাজ্য সম্মেলন চলছিল। কর্মসূচিতে যোগদান করতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পৌঁছেছিলেন বিশ্ববিদ্যালয়ে। এদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অন্দরে দাবি উঠেছিল ‘অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচনের ঘোষণা করুন শিক্ষামন্ত্রী।’ এর জেরে ওয়েবকুপার সভা শেষে শিক্ষামন্ত্রীকে আটকে বিক্ষোভ দেখায় এসএফআইয়ের বিক্ষোভকারীরা। তাঁদের আটকাতে চেষ্টা করে তৃণমূল ছাত্র পরিষদ। দুপক্ষের হাতাহাতিতে শিক্ষামন্ত্রীর ঘড়ি ছিড়ে যায়। হাতে এবং কোমরে চোটও পান তিনি। চোট পায় তাঁর দেহরক্ষীও। দ্রুত তাঁদেরকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File