Chandrayaan 4 | চন্দ্রযান ৪ নিয়ে মিললো কেন্দ্রের সবুজ সংকেত, দুই ধাপে দুটি রকেটে চেপে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে চন্দ্রযান৪
Wednesday, September 18 2024, 2:01 pm

চন্দ্রযান৪ অভিযানের বাজেট রাখা হয়েছে ২১০৪.০৬ কোটি টাকা। তবে চন্দ্রযান৪ মিশন ইসোর কাছে বড়সড় চ্যালেঞ্জের সমান।
চন্দ্রযান ৪ এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত। এবার এই নিয়ে কেন্দ্রের তরফ থেকে মিললো সবুজ সংকেত। জানা যাচ্ছে, চন্দ্রযান৪ অভিযানের বাজেট রাখা হয়েছে ২১০৪.০৬ কোটি টাকা। তবে চন্দ্রযান৪ মিশন ইসোর কাছে বড়সড় চ্যালেঞ্জের সমান। প্রতিটি পদক্ষেপ অত্যন্ত কঠিন হতে চলেছে।পর্যায়ক্রমে দুই ধাপে দুটি রকেটে চেপে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে চন্দ্রযান৪। LVM3 এবং PSLV রকেট দু'টি চন্দ্র মিশনের পেলোডগুলি বহন করবে। আলাদা আলাদা দিনে উৎক্ষেপণ করা হবে রকেটগুলি।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- ইসরো
- চন্দ্র
- চন্দ্রাভিযান
- দেশ
- ভারত