রাজ্য

SSC | দুদিন, দু রাত পর অবশেষে ঘেরাও মুক্ত স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার!

SSC | দুদিন, দু রাত পর অবশেষে ঘেরাও মুক্ত স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার!
Key Highlights

টানা দুদিন, দু রাত পর অবশেষে ঘেরাওমুক্ত হলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।

টানা দুদিন, দু রাত পর অবশেষে ঘেরাওমুক্ত হলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। বুধবার সকালে তাঁকে সল্টলেকের SSC কার্যালয়, আচার্য সদন থেকে বের হতে দিলেন দফতরের সামনেই ধরনায় বসে থাকা চাকরিহারা 'যোগ্য' শিক্ষক শিক্ষিকারা। আসলে আজ, বুধবার কলকাতা হাইকোর্টে এসএসসি সংক্রান্ত একটি মামলার শুনানি রয়েছে। সেই শুনানিতে চেয়ারম্য়ানকে সশরীরে হাজির থাকতে হবে। এই কারণেই এদিন আর চেয়ারম্যানকে অফিস থেকে বেরোতে বাধা দেননি আন্দোলনকারীরা।