টিআরপি নিয়ে কারচুপি? গ্রেফতার রিপাবলিক টিভির সিইও  বিকাশ খানচান্দানি। 
Sunday, December 13 2020, 9:25 am
 Key Highlights
Key Highlightsটিআরপি কারচুপিতে যুক্ত থাকায় গ্রেফতার হলেন রিপাবলিক টিভির সিইও বিকাশ খানচান্দানি। মুম্বই পুলিশ তাঁকে গ্রেফতার করে এদিনই আদালতে তোলা হবে বলে জানায়। গ্রেফতার করার আগে তাঁকে দুদফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের মালিক এআরজি আউটলাইয়ার মিডিয়া প্রাইভেট লিমিটেড। সপ্তাহখানেক আগে তারা তাদের সংস্থা এবং কর্মীদের নিরাপত্তা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। এ বিষয়ে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, এই পিটিশনের ভবিষ্যৎ নেই। পিটিশনে স্পষ্ট আপনারা চান মহারাষ্ট্র পুলিশ যেন কাউকে গ্রেফতার না করে, সরাসরি যেন সিবিআই-এর হাতে তদন্তভার যায়। মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে সংস্থা অভিযোগ জানিয়েছে।