অর্থনৈতিক

ভোটের আগে ভোটমুখী ৪ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে কমতে পারে পেট্রল, ডিজেলের দাম

ভোটের আগে ভোটমুখী ৪ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে  কমতে পারে পেট্রল, ডিজেলের দাম
Key Highlights

ভোটমুখী ৪ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পেট্রল এবং ডিজেলের উপর কর ছাঁটতে পারে কেন্দ্র। এক সরকারি সূত্র মারফৎ এমনটাই দাবি করা হয়েছে। ওই সূত্রের দাবি, কর ছাঁটার বিষয়টি নিয়ে রাজ্যগুলোর সঙ্গে আলোচনাও করেছে কেন্দ্র। পেট্রোপণ্য এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে দেশ জুড়ে সমালোচনার মুখে পড়তে হচ্ছে নরেন্দ্র মোদীর সরকারকে। বিষয়টি নিয়ে সংসদের ভিতরে ও বাইরে প্রতিবাদের ঝড় তুলেছে বিরোধী দলগুলি। সামনেই কেরল, তামিলনাড়ু, অসম, পশ্চিমবঙ্গ এবং পুদুচেরিতে ভোট। ভোটবাক্সে যাতে এর প্রভাব না পড়ে সে কথা মাথায় রেখেই মোদী সরকারের এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।