শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আলাপনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার

Monday, May 31 2021, 6:25 am
highlightKey Highlights

পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যসচিব হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, ১৯৬১ সালে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন এবং ১৯৮৭ সালে সরকারী পরীক্ষায় পাশ করে আইএএস অফিসার হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন। তিনি হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা-সহ কলকাতা পৌরসংস্থার দায়িত্বও সামলেছেন। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী আজ সকাল ১০ টা বেজে ৩০ মিনিটে আলাপন বন্দ্যোপাধ্যায়-এর স্বরাষ্ট্রমন্ত্রকে হাজির হওয়ার কথা ছিল। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেদ্র মোদীর বৈঠকেও উপস্থিত থাকার কথা ছিল তাঁর। কিন্তু কেন্দ্রের সেই নির্দেশ অমান্য করে রাজ্যেই রয়ে গেছেন তিনি। তাই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File