বিভিন্ন তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে, নয়া নিয়ম জারি করা হচ্ছে আন্তর্জাতিক ওয়েবিনারে
Monday, February 1 2021, 4:48 am
Key Highlights আন্তর্জাতিক ওয়েবিনারের আলোচ্যসূচি বাছাইয়ের ক্ষেত্রে বেশ কিছু বিধির বাঁধন আরোপ করছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ১৫ই জানুয়ারি প্রকাশিত এই নয়া নির্দেশিকায় বলা হয়েছে, ভারতের নিরাপত্তা এবং সীমান্ত বিষয়ক কোনও আন্তর্জাতিক আলোচনাচক্র অনলাইনে করা যাবে না। সেখানে আলোচনা হতে পারবে না জম্মু-কাশ্মীর, লাদাখ বা উত্তর-পূর্বের রাজ্যগুলি নিয়ে।বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা করেই এই নয়া বিধি ঠিক করেছে শিক্ষা মন্ত্রক। সেখানে বলা হয়েছে, দেশের যে কোনও মন্ত্রক, সরকারি দফতর, রাষ্ট্রায়ত্ত সংস্থা, কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি এবং সরকার-নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের তরফে কোনও অনলাইন আন্তর্জাতিক আলোচনাচক্র আয়োজন করতে হলে আলোচ্যসূচি এবং আলোচকদের নাম আগাম জানিয়ে অনুমোদন নিতে হবে।