দাম বাড়ল প্লেট প্রতি ভোজের, সংসদের ক্যান্টিনে পুরোপুরি উঠছে ভর্তুকি
Thursday, January 28 2021, 6:40 am
Key Highlightsসময়ের সাথে সাথে তাল মিলিয়ে দাম বেড়েছে সবকিছুর। বেশ কিছুদিন ধরেই সংসদের ভোজে ভর্তুকি নিয়ে জল্পনা হচ্ছিলো। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদ ভোজের ওপর থেকে সকল প্রকার ভর্তুকি তুলে নিয়েছেন। ২০১৬ সালের পর ২০২১ এ দাম বাড়ল খাবারের। শুক্রবার থেকে শুরু হওয়া বাজেট অধিবেশনে নয়া দাম কার্যকরী হবে। নিরামিষ থালির দাম ৩০টাকা থেকে বেড়ে হবে ১০০ টাকা। আমিষ মধ্যাহ্ন ভোজ বুফের দাম হয়েছে ৭০০ টাকা। প্রতিটি রুটির জন্য ২ টাকার পরিবর্তে এ বার দিতে হবে ৩ টাকা; খাসির মাংসের বিরিয়ানি ১৫০ টাকা; ব্রিটিশ কায়দায় তৈরি সেদ্ধ সবজির প্লেট প্রতি নয়া দাম ৫০ টাকা।