দেশ

'কোভিড প্যাকেজের টাকা কী ভাবে খরচের পরিকল্পনা', রাজ্যগুলির কাছে জানতে চাইল কেন্দ্র

'কোভিড প্যাকেজের টাকা কী ভাবে খরচের পরিকল্পনা', রাজ্যগুলির কাছে জানতে চাইল কেন্দ্র
Key Highlights

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঘটেছে এক বড়সড় রদবদল। অন্যদিকে বিজ্ঞানীদের আশঙ্কানুযায়ী, তৃতীয় ঢেউয়ের প্রেক্ষিতে করোনার ডেল্টা এবং ডেল্টা প্লাস স্ট্রেন (এওয়াই-১) চলতি বছরেই তার চোখ রাঙানি শুরু করতে চলছে। করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার ২৩,১২৩ কোটি টাকার ‘ইমার্জেন্সি কোভিড ১৯ রেসপন্স প্যাকেজ’-এর অনুমোদন দেয়। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, এই অনুমোদনের ১৫ হাজার কোটি টাকা সরাসরি কেন্দ্র খরচ করবে এবং রাজ্যগুলির মধ্যে ৮ হাজার কোটি টাকা বন্টন করা হবে। এই মর্মে রাজ্যগুলির কাছ থেকে কোভিড প্যাকেজের টাকা কী ভাবে খরচের পরিকল্পনা করা হচ্ছে, তার উত্তর চেয়ে পাঠানো হয়েছে।