মারণ ছত্রাকের নাম 'মিউকরমাইকোসিস' , একগুচ্ছ সতর্কতা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
Monday, May 17 2021, 1:17 pm
Key Highlights
কোভিড-১৯ এর পাশাপাশি এবার হাজির মারণ ছত্রাক, যার নাম 'মিউকরমাইকোসিস'। ইতিমধ্যে গুজরাত, দিল্লি এবং মহারাষ্ট্রে এই সংক্রমণ ছড়াতে শুরু করেছে। আইসিএমআর এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সতর্কতা জারি করেছে। তাঁদের মতানুযায়ী,করোনা আক্রান্ত ডায়বেটিক রোগীদের মধ্যে এই ছত্রাকটি দ্রুত সংক্রমণ ছড়ায় এবং তার দ্রুত চিকিৎসা না করলে ফলাফল ভয়াবহ। এই রোগের লক্ষণগুলি - জ্বর, মাথা যন্ত্রণা, কাশি, চোখ ও নাকের চারপাশে ব্যথা, লালচে ভাব, শ্বাসকষ্ট, বমি বমি ভাব, দাঁতে ব্যথা ও চোখে ঝাপসা দেখা। এর থেকে বাঁচতে পরিশ্রুত জল পান করা ও শরীরে রক্তের গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরী এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া।
- Related topics -
- স্বাস্থ্য
- মিউকরমাইকোসিস
- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক