অর্থনৈতিক

Kharif Crops MSP | ধান সহ ১৩টি খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করল কেন্দ্র!

Kharif Crops MSP | ধান সহ ১৩টি খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করল কেন্দ্র!
Key Highlights

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ইকোনমিক অ্যাফেয়ার্সের ক্যাবিনেট কমিটি ধান সহ ১৩টি খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি বৃদ্ধি করল।

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ইকোনমিক অ্যাফেয়ার্সের ক্যাবিনেট কমিটি ধান সহ ১৩টি খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি বৃদ্ধি করল। ২০২৫:২৬ মার্কেটিং সেশনে ধানের এমএসপি বেড়েছে ৬৯ টাকা, নাইজারসিডের এমএসপি বেড়েছে ৮২০ টাকা, রাগির এমএসপি বেড়েছে ৫৯৬ টাকা, তুলোর এমএসপি বেড়েছে ৫৮৯ টাকা, তিলের এমএসপি বেড়েছে ৫৭৯ টাকা, জোয়ারের এমএসপি বেড়েছে ৩২৮ টাকা, বাজরার এমএসপি বেড়েছে ১৫০ টাকা, ভুট্টার এমএসপি বেড়েছে ১৭৫ টাকা, অরহর ডালের এমএসপি বেড়েছে ৪৫০ টাকা, মুগের এমএসপি বেড়েছে ৮৬ টাকা, বাদামের এমএসপি বেড়েছে ৪৮০ টাকা।