Waqf Act | 'আদালতেরও এই আইনকে স্থগিত করার ক্ষমতা নেই'! ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা দিলো কেন্দ্র!
Friday, April 25 2025, 11:08 am

সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা করে কেন্দ্র সরকার সাফ জানিয়েছে, যে কোনও পরিস্থিতিতেই তারা ওয়াকফে চাপানো অন্তর্বর্তী বা পূর্ণ স্থগিতাদেশের বিরোধিতা করবে।
সংশোধিত ওয়াকফ আইন নিয়ে শীর্ষ আদালতে নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র। শুক্রবার ওয়াকফ প্রসঙ্গে সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা করে কেন্দ্র সরকার সাফ জানিয়েছে, যে কোনও পরিস্থিতিতেই তারা ওয়াকফে চাপানো অন্তর্বর্তী বা পূর্ণ স্থগিতাদেশের বিরোধিতা করবে। কেন্দ্রের আরও দাবি, আইনত ভাবে ওয়াকফ একটি স্থায়ী আইন। যৌথ কমিটির সুপারিশের পর এই আইন পাশ হয়েছে। ফলে আদালতেরও এই সংশোধিত আইনকে স্থগিত করার ক্ষমতা নেই। সম্প্রতি, ওয়াকফ শুনানি পর্বে সংশোধিত আইনের উপর সাময়িক স্থগিতাদেশ চাপানোর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- ওয়াকফ বিল
- কেন্দ্রীয় সরকার