GST | জিএসটিতে বদল আনার পরিকল্পনা কেন্দ্রের, শুরু হয়েছে উচ্চপর্যায়ে আলোচনা : সূত্র

সূত্রের খবর, জিএসটির বিন্যাসকে আরও সহজ করা এবং ট্যাক্সের স্ল্যাবে বদল আনার লক্ষ্যে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
জিএসটিতে বদল আনার পরিকল্পনা করছে কেন্দ্র। সূত্রের খবর, জিএসটির বিন্যাসকে আরও সহজ করা এবং ট্যাক্সের স্ল্যাবে বদল আনার লক্ষ্যে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। জিএসটি সংক্রান্ত বদলের ব্যাপারে এক উচ্চপদস্থ সরকারি অফিসার বলেন, ‘জিএসটি ফোকাস দরকার। কর আদায়ে স্থিরতা এসেছে। ট্যাক্স স্ট্রাকচারের পরিধি বাড়ানোর এটা উপযুক্ত সময়।’ জিএসটি স্ল্যাব আরও সহজ করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জিএসটিতে পরিবতন চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- জিএসটি
- কেন্দ্রীয় সরকার