Indian Space Station | মহাকাশে ভারতের স্পেস স্টেশন তৈরিতে কেন্দ্রের সিলমোহর! ২০২৮ সালে রওনা দেবে প্রথম মডিউল
Wednesday, December 4 2024, 10:41 am
Key Highlights
মহাকাশে নিজের স্পেস স্টেশন তৈরী করার যাত্রায় আরও এক ধাপ এগোলো ভারত।
মহাকাশে নিজের স্পেস স্টেশন তৈরী করার যাত্রায় আরও এক ধাপ এগোলো ভারত। কেন্দ্রীয় সরকার অফিসিয়ালি এই প্রজেক্টে সিলমোহর দিয়েছে। ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নীলেশ দেশাই জানিয়েছেন, ভারতের নিজস্ব স্পেস স্টেশনের নাম ঠিক হয়েছে, ভারতীয় অন্তরীক্ষ স্টেশন(BSS)। এই স্টেশনে থাকবে পাঁচটা মডিউল, যা মহাকাশেই জোড়া হবে। ২০২৮ সালে প্রথম মডিউল রওনা হবে। ২০৩৫ সালের মধ্যে ভারতের স্পেস স্টেশন রেডি হয়ে যাবে। তারপর ২০৪০ সালে ওই মহাকাশ স্টেশন ছুঁয়েই প্রথম কোনও ভারতীয় চাঁদের মাটিতে পা রাখবেন।