Monkeypox | সন্দেহজনক রোগীকে আইসোলেশনে রাখার পরামর্শ, মাঙ্কিপক্স নিয়ে রাজ্যগুলিকে নির্দেশিকা দিল কেন্দ্র

Monday, September 9 2024, 9:49 am
highlightKey Highlights

রাজ্যগুলিকে হাসপাতাল চিহ্নিত করতে বলা হয়েছে যেখানে সন্দেহজনক রোগীকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হবে।


বিশ্বজুড়ে মাঙ্কিপক্সের আতঙ্ক। ইতিমধ্যে এই ভাইরাসের উপসর্গ পাওয়া গিয়েছে ভারতের এক ব্যক্তির মধ্যে। এই অবস্থায় মাঙ্কিপক্স সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যগুলিকে হাসপাতাল চিহ্নিত করতে বলা হয়েছে যেখানে সন্দেহজনক রোগীকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হবে। আলাদাভাবে এমন সেন্টারও তৈরি বা চিহ্নিত করতে বলা হয়েছে যেখানে সম্ভাব্য বা নিশ্চিত রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হবে। মাঙ্কিপক্সে আক্রান্ত বলে যাদের সন্দেহ করা হচ্ছে, তাদের স্ক্রিনিং ও পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। কনট্য়াক্ট ট্রেসিং, আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File