Manmohan Singh | মিললো কেন্দ্রের সবুজ সংকেত! মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরির জন্য দেওয়া হবে জমি

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরী করা নিয়ে অবশেষে সবুজ সংকেত দিল কেন্দ্র।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরী করা নিয়ে অবশেষে সবুজ সংকেত দিল কেন্দ্র। জানানো হয়, মনমোহনের স্মৃতিসৌধ তৈরির জন্য জায়গা দেওয়া হবে। উল্লেখ্য, ২৬ সে ডিসেম্বর প্রয়াত হন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এরপর ২৭ ডিসেম্বর, মল্লিকার্জুন খাড়গে এবং মনমোহনের পরিবারের তরফে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি দিয়ে মনমোহন সিংয়ের শেষকৃত্যর স্থলেই স্মৃতিসৌধর জমি চান। বস্তুত, ২০১৫ সালে মোদি সরকার আইন করে জানিয়ে দেয় রাজঘাটে কাউকে আলাদা করে স্মৃতিসৌধর জমি দেওয়া হবে না।