Antibiotics | নিষিদ্ধ জ্বর, সর্দি, অ্যালার্জি, ব্যথার জন্য ব্যবহৃত অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ সহ বাজার চলতি ১৫৬ টি ‘ককটেল ওষুধ’

Friday, August 23 2024, 7:35 am
highlightKey Highlights

গুণমান পরীক্ষায় ব্যর্থ হওয়ায় ফের বাজার চলতি বহু ওষুধ নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র।


গুণমান পরীক্ষায় ব্যর্থ হওয়ায় ফের বাজার চলতি বহু ওষুধ নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫৬টি ‘ককটেল ওষুধ’ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষেধের তালিকায় রয়েছে : অ্যাসিক্লোফেন্যাক ৫০ এমজি + প্যারাসিটামল ১২৫ এমজি মেফেনামিক অ্যাসিড + প্যারাসিটামল ইনজেকশন, সেটিরিজাইন এইচসিএল + প্যারাসিটামল + ফেনিলেফ্রিন এইচসিএল, লিভোসেট্রিজাইন + ফেনিলেফ্রিন এইচসিএল + প্যারাসিটামল, প্যারাসিটামল + ক্লোরফেনির্মাইন মালেট + ফেনিল প্রোপানোলামিন এবং ক্যামিলোফিন ডাইহাইড্রোক্লোরাইড ২৫ এমজি + প্যারাসিটামল ৩০০ এমজি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File