Ladakh | লাদাখে স্থানীয়দের সরকারি চাকরিতে সংরক্ষণে সম্মতি! স্থানীয়দের জন্য ৯৫ শতাংশ ও মহিলাদের জন্য এক তৃতীয়াংশ চাকরি সংরক্ষণ
অবশেষে লাদাখে স্থানীয়দের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণে সম্মত হল কেন্দ্রীয় সরকার।
লাদাখের স্থানীয় জনগণের জন্য চাকরিতে সংরক্ষণ সহ আরও দাবি নিয়ে দীর্ঘদিন অনশন করেন সোনম ওয়াংচুক। অবশেষে লাদাখে স্থানীয়দের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণে সম্মত হল কেন্দ্রীয় সরকার। বুধবার লাদাখের নির্দল সাংসদ হানিফা জান জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মন্ত্রী নিত্যানন্দ রাই লে অ্যপেক্স বডি এবং কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে চাকরিতে স্থানীয়দের জন্য ৯৫ শতাংশ আসন সংরক্ষণ ও মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণে রাজি হয়েছে কেন্দ্র।
- Related topics -
- দেশ
- ভারত
- লাদাখ
- কেন্দ্রীয় সরকার