করোনা টিকা 'কোভ্যাক্সিন' তৈরির জন্য অন্য সংস্থাকে আমন্ত্রণ জানাল কেন্দ্রীয় সরকার
Friday, May 14 2021, 6:49 am
Key Highlightsকোভিড পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারের নয়া উদ্যোগ । দেশে করোনা টিকা 'কোভ্যাকসিন'-এর উৎপাদন বাড়াতে অন্যান্য সংস্থাকে আমন্ত্রণ জানাতে চায় কেন্দ্র এবং এই সিদ্ধান্তে ভারত বায়োটেকের পূর্ণ সম্মতি রয়েছে। কিন্তু এই ভ্যাকসিন তৈরীর বিষয়ে সরকারের পরামর্শদাতা এবং নীতি আয়োগের সদস্য ভি কে পাল জানিয়েছেন ‘এই টিকা তৈরির পদ্ধতিতে জীবন্ত ভাইরাসকে নিষ্ক্রিয় করা হয়। তাই এই ভ্যাকসিন শুধুমাত্র বায়োসেফটি লেভেল ৩ পরীক্ষাগারেই করা সম্ভব। সুতরাং, যেসব সংস্থার সেই ব্যবস্থা রয়েছে তারা অবিলম্বে কেন্দ্রের সাথে যোগাযোগ করতে পারে। '
- Related topics -
- দেশ
- করোনা টিকা
- করোনা সংক্রমণ

