বিধানসভার পর এমএলএ হস্টেলে এবার নিয়ন্ত্রিত হতে পারে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিধায়কদের প্রবেশ

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

বিধায়কদের নিরাপত্তা রক্ষীরা সাধারণত বিধায়ক আবাসনের ডরমেটরিতেই থাকেন, কিন্তু শয্যার সংখ্যা কম ডরমেটরিতে। ফলে সেখানে সম্ভব নয় বিজেপি বিধায়কদের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা। প্রসঙ্গত, গত ৭ মে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়ক পদে শপথ নিতে এলে তাঁর নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সাথে বচসা হয়েছিল সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের। এই ঝামেলার পরেই একটি বিজ্ঞপ্তি জারি করা হয় সেখানে নিষেধাজ্ঞা জারি করা হয় বিধানসভা চত্বরে কেন্দ্রীয় জওয়ানদের প্রবেশের উপরে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File