Census | ২০২৫ সাল থেকে শুরু হবে জনগণনা, এর ওপর ভিত্তি করেই ২০২৮ সালের লোকসভা নির্বাচনের আসন বিন্যাস করা হবে

Monday, October 28 2024, 6:48 am
Census | ২০২৫ সাল থেকে শুরু হবে জনগণনা, এর ওপর ভিত্তি করেই ২০২৮ সালের লোকসভা নির্বাচনের আসন বিন্যাস করা হবে
highlightKey Highlights

কেন্দ্রীয় সূত্রে খবর, ২০২৬ সালের অগস্ট মাসের মধ্যে জনগণনা শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।


২০২৫ সাল থেকেই ভারত জুড়ে শুরু হবে জনসুমারি বা জনগণনা। কেন্দ্রীয় সূত্রে খবর, ২০২৬ সালের অগস্ট মাসের মধ্যে জনগণনা শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। এই জনগণনার উপরে ভিত্তি করেই আগামী ২০২৮ সালের লোকসভা নির্বাচনের আসন বিন্যাস করা হবে। সূত্রের খবর, এবারের জনসমীক্ষা ধর্ম ও সামাজিক অবস্থানের ভিত্তিতেই হবে। তবে পরের বার থেকে জেনারেল ও জনজাতি উপজাতির বিভিন্ন শ্রেণির মধ্যে বিভাজনও জনসুমারিতে অন্তর্ভুক্ত হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File