Census in India | ভারতে শুরু হচ্ছে জনগণনা, দিন তারিখ জানিয়ে দিলো কেন্দ্রীয় সরকার

Friday, December 12 2025, 4:20 pm
highlightKey Highlights

শুক্রবার ক্যাবিনেটের পক্ষ থেকে জনগণনার জন্য বরাদ্দ করা হল ১১ লাখ ৭১৮ দশমিক ২৪ কোটি টাকা।


ভারতে সর্বশেষ জনগণনা হয়েছিল ২০১১ সালে। সেই গণনা অনুযায়ী জনসংখ্যা ছিল ১২১ কোটিরও বেশি। শুক্রবার এসআইআর চলাকালীন এবং জনগণনার ডঙ্কা বাজিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ক্যাবিনেটের পক্ষ থেকে এজন্য ১১ লাখ ৭১৮ দশমিক ২৪ কোটি টাকা বরাদ্দ করা হল। প্রধানত দুটি ভাগে জনগণনা হবে। প্রথম ভাগটি হবে ২০২৬ সালের এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। দ্বিতীয় ভাগটি হবে আদমশুমারি ২০২৭ হিসেব অনুসারে। ২০২৬ সালের আদমশুমারি হবে লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File