Amritsar | যুদ্ধবিরতি, তবু অমৃতসরে বাজছে সাইরেন, সম্পূর্ণ ব্ল্যাকআউট এলাকা

Monday, May 12 2025, 5:15 pm
Amritsar | যুদ্ধবিরতি, তবু অমৃতসরে বাজছে সাইরেন, সম্পূর্ণ ব্ল্যাকআউট এলাকা
highlightKey Highlights

পাঞ্জাবের অমৃতসরে বেশ কিছু জায়গায় ফের ‘ব্ল্যাক আউট’ করা হয়েছে। বাসিন্দাদের সতর্ক করার জন্য সাইরেন বাজানো হয়েছে বলেও খবর।


১০ মে সংঘর্ষবিরতি চুক্তিতে রাজি হওয়ার পরও বারবার চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। আজ দুদেশের পারস্পরিক বৈঠকের মাঝে ফের অন্ধকারে ঢাকলো অমৃতসর। সূত্রের খবর, সাইরেন বাজানো হচ্ছে এলাকায়। দিল্লি থেকে অমৃতসরগামী একটি বিমানের মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে। ক্রমাগত বাসিন্দাদের অ্যালার্ট করছে প্রশাসন। উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় হটলাইনের মাধ্যমে আলোচনা করেছেন দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ আর্মি। সূত্রের খবর, পাকিস্তান জানিয়েছে, আর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করবে না তাঁরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File