প্রযুক্তি

নতুন নিরাপত্তা বিধি নিয়ে হোয়াটসঅ্যাপের স্বতঃপ্রণোদিত তদন্তের পথে প্রতিযোগিতা কমিশন

নতুন নিরাপত্তা বিধি নিয়ে হোয়াটসঅ্যাপের স্বতঃপ্রণোদিত তদন্তের পথে প্রতিযোগিতা কমিশন
Key Highlights

হোয়াটসঅ্যাপের নিরাপত্তা বিধিতে পরিবর্তনের সময় গ্রাহকদের কাছে শর্ত আসে, তাঁদের কিছু ব্যক্তিগত তথ্য ফেসবুকের সঙ্গে ভাগ করে নিতে হবে। নতুন নিরাপত্তাবিধি গ্রহণ না করার কোনও সুযোগও দেওয়া ছিল না গ্রাহকদের। এই পুরো বিষয়টি নিয়েই আপত্তি তুলেছিল কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। তারপরেই তদন্তের সিদ্ধান্ত নেয় কমিশন। এ বার সেই আপত্তির ভিত্তিতেই স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করতে চলেছে ভারতের প্রতিযোগিতা কমিশন। কমিশনের তরফ থেকে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন নিরপত্তা বিধি সাধারণ গ্রাহককে নিজের স্বার্থে ব্যবহার করছে ও অন্য ক্ষেত্রে গ্রাহকের অংশগ্রহণের পথ বন্ধ করছে। এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত হবে। কমিশনের ডিরেক্টর জেনারেলকে তদন্তের রিপোর্ট আগামী ৬০ দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে।