বাণিজ্যের নিয়ম ভাঙার তদন্ত বন্ধ হবে না, ফ্লিপকার্ট অ্যামাজনের প্রস্তাব মানলো না সুপ্রিম কোর্ট
Monday, August 9 2021, 3:17 pm
Key Highlightsই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ও অ্যামাজনের বিরুদ্ধে নিয়ম ভেঙে ব্যবসার অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত হওয়ায় সেই তদন্ত স্থগিত করার আর্জি জানায় ওই দুই ই-কমার্স সংস্থা। তাদের এই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আদালত বলেছেন, ‘‘এত বড় দুই সংস্থার তো তদন্তে সাহায্য করা উচিত। তা না করে, ওঁরা তদন্তই চাইছেন না, এই পরিস্থিতি যথেষ্ট চিন্তার।’’ ভারতের প্রতিযোগিতা কমিশন খতিয়ে দেখছে ওই দুই সংস্থার বাণিজ্যিক কার্যকলাপ।
- Related topics -
- দেশ
- সিসিআই
- অ্যামাজন
- ফ্লিপকার্ট
- সুপ্রিম কোর্ট
- ই-কমার্স

