CBSE Exam | প্রকাশিত হলো সিবিএসই আগামী বছরের দশম-দ্বাদশের পূর্ণাঙ্গ সূচি, কবে থেকে শুরু পরীক্ষা?
Friday, October 31 2025, 5:00 am
 Key Highlights
Key Highlightsআগামী বছরের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল সিবিএসই (CBSE)।
আগামী বছরের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা করল সিবিএসই (CBSE)। দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে ১৭ ফেব্রুয়ারি। দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ১০ মার্চ। দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলবে ৯ এপ্রিল পর্যন্ত। সিবিএসই পরীক্ষার সময়সূচি জানতে অফিশিয়াল ওয়েবসাইট cbse.gov.inতে ঢুকতে হবে।সেখানে গিয়ে ‘Date Sheet for Class X and XII for Board Examinations 2026 reg (5.96 MB) 30/10/2025’তে ক্লিক করলেই পূর্ণাঙ্গ সূচি দেখা যাবে।
-  Related topics - 
- দেশ
- সিবিএসই
- পরীক্ষা
- অফলাইন পরীক্ষা
- টেস্ট পরীক্ষা
- শিক্ষাদফতর

 
 