শিক্ষা৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে দ্বাদশের রেজাল্ট, হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে এমনটাই জানাল সিবিএসই
গত ১ জুন করোনা আবহের জেরে সিবিএসই ঘোষণা করে দ্বাদশের পরীক্ষা বাতিলের। পরীক্ষা বাতিল ঘোষণা হওয়ার পরই কী করে মূল্যায়ন হবে তা নিয়ে প্রশ্ন ওঠে। সেই সময় সিবিএসই ১২ সদস্যের একটি কমিটি গঠন করে। গত সপ্তাহে সেই কমিটির পক্ষ থেকে জানানো হয় দ্বাদশের মূল্যায়নের ক্ষেত্রে শেষ তিন বছর অর্থাৎ, দশম থেকে দ্বাদশ শ্রেণির অভ্যন্তরীন মূল্যায়নকে গুরুত্ব দেওয়া হবে। অবশেষে সিবিএসই সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল ৩১ জুলাইয়ের মধ্যেই জানানো হবে দ্বাদশের রেজাল্ট।