R G Kar | বদল করা হয়েছে ক্রাইম সিন? আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন কাণ্ডে বক্তব্য সিবিআইয়ের
Thursday, August 22 2024, 8:40 am
Key Highlightsআজ সুপ্রিম কোর্টে সিবিআই জানায়, তাদের ধারণা খুন ও ধর্ষণ যেখানেই হয়ে থাক, ক্রাইম-সিন বদল করা হয়েছে!
আরজিকর হাসপাতালের চতুর্থ তলার সেমিনার হলেই কি খুন করা হয়েছিল তরুণী চিকিৎসককে? এই প্রশ্ন প্রথম থেকেই ঘুরঘুর করছিল সিবিআই তদন্তকারীদের মনে। আজ সুপ্রিম কোর্টে সিবিআই জানায়, তাদের ধারণা খুন ও ধর্ষণ যেখানেই হয়ে থাক, ক্রাইম-সিন বদল করা হয়েছে! তবে রাজ্য আজ আদালতে জানায়, 'কিছু বদলে যায়নি। সব কিছুর ভিডিয়োগ্রাফি রয়েছে।' এর আগে আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদন অনুযায়ী, সিবিআই সূত্র মারফত জানা গিয়েছে, এই ঘটনায় তাঁদের হাতে যাওয়া তথ্য-প্রমাণ ঘিরে একাধিক প্রশ্ন রয়েছে।
- Related topics -
- আর জি কর কান্ড
- ক্রাইম
- শহর কলকাতা
- সিবিআই
- সুপ্রিম কোর্ট

