আইকোর কাণ্ডে শিল্প দফতরের অফিসে হাজির সিবিআই, মন্ত্রী পার্থ চ্যাটার্জীকে জিজ্ঞাসাবাদ
Monday, September 13 2021, 8:03 am

আইকোর চিটফান্ড মামলার জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর কাছে আজ, সোমবার পার্থ চট্টোপাধ্যায়কে হাজির হতে বলা হয়। কিন্তু ভবানীপুর উপনির্বাচনের কাজে ব্যস্ত থাকায় তিনি হাজিরা দিতে পারেননি। পরিবর্তে তিনি জানিয়েছেন, সিবিআই আধিকারিকরা চাইলে শিল্প দফতরের অফিসে এসে তাঁর সাথে কথা বলতে পারে। তাই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৩ জন অফিসার ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে দেখা করেছেন। সূত্রের খবর, আইকোর কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে একটি ভিডিয়ো ফুটেজ।
- Related topics -
- রাজ্য
- সিবিআই
- পার্থ চট্টোপাধ্যায়
- কলকাতা