RG Kar | আরজিকর কাণ্ডে ন্যাশনাল মেডিকেল কলেজের স্টাফ ও আধিকারিক সহ ৫ জনকে তলব করলো CBI
Wednesday, October 16 2024, 11:11 am
Key Highlightsআরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় তাদের নিজাম প্যালেসে তলব করা হয়।
আরজিকর কাণ্ডে এবার ন্যাশনাল মেডিকেল কলেজের স্টাফ ও আধিকারিক মিলিয়ে ৫ জনকে তলব করল সিবিআই। জানা গিয়েছে, আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় তাদের নিজাম প্যালেসে তলব করা হয়। নথি নিয়ে ৫ জনই হাজির হন সিবিআই দফতরে। অন্যদিকে, মঙ্গলবার আরজিকর দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষকে জেরা করতে প্রেসিডেন্সি সংশোধনাগারে যায় ইডির একটি দল। ইডি সূত্রে খবর, একাধিক আর্থিক লেনদেন এবং বেআইনি টেন্ডার সংক্রান্ত তথ্য পাওয়া গেছে।
-  Related topics - 
 - আর জি কর কান্ড
 - আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
 - ক্রাইম
 - সিবিআই
 - শহর কলকাতা
 

 