SSR Case | সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় রিপোর্ট জমা সিবিআইয়ের, চার্জশিটকে ‘চ্যালেঞ্জ’ দিশার আইনজীবীর

Sunday, March 23 2025, 5:45 pm
highlightKey Highlights

রবিরার সিবিআইয়ের এই রিপোর্টের বিরুদ্ধে ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিলেন সুশান্তের ম্যানেজার প্রয়াত দিশা সালিয়ানের বাবার আইনজীবী নীলেশ সি ওঝা।


গতকাল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় মুম্বইয়ের এক বিশেষ আদালতে ই ক্লোজ়ার রিপোর্ট দাখিল করেছে সিবিআই। রিপোর্টে রিয়া ও তাঁর পরিবারকে ক্লিনচিট দিয়েছে তদন্তকারী সংস্থা। রিপোর্টে আরো বলা হয়েছে, সুশান্তের মৃত্যু খুন নয়, আত্মহত্যা। রবিরার সিবিআইয়ের এই রিপোর্টকে চ্যালেঞ্জ করলেন সুশান্তের ম্যানেজার মৃত দিশা সালিয়ানের বাবার আইনজীবী নীলেশ সি ওঝা। উল্লেখ্য, দিশার বাবা তাঁর মেয়ের মৃত্যুর তদন্তের দাবি জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আগামী ২ এপ্রিল এই মামলার শুনানি হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File