ভোট পরবর্তী হিংসার তদন্তে নয়া সিদ্ধান্তগ্রহণ, তদন্তের সুবিধার্থে নতুন জায়গা বাছল CBI
Thursday, December 21 2023, 2:33 pm
Key Highlightsকলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরই রাজ্যের ভোট পরবর্তী হিংসা মামলার জন্য স্পেশ্যাল টিম গঠন করেছে সিবিআই। এই মামলায় তদন্ত করবে মোট চারটি টিম। একইসঙ্গে সিবিআই ওই মামলায় দ্রুত FIR দায়েরও করতে চায়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ডিরেক্টরের সঙ্গে এই মামলায় নিযুক্ত স্পেশ্যাল চার টিমের জয়েন্ট ডিরেক্টরদের বৈঠকে আপাতভাবে ঠিক হয়েছে, এই সপ্তাহ থেকে নিজেদের কাজ শুরু করবে সিবিআই। সোমবার সেই কারণেই রাজ্যে আসছেন ওই চার জয়েন্ট ডিরেক্টর। তাঁরা কলকাতায় এসেই বৈঠকে বসবেন। সেই বৈঠকে দিল্লি থেকে যোগ দেবেন ডিরেক্টরও।
- Related topics -
- ভোট পরবর্তী হিংসা
- সিবিআই
- কলকাতা হাইকোর্ট
- রাজ্য

