CBI | পাঞ্জাবে IPS-অফিসারের বাড়ি তল্লাশি CBI দপ্তরের, মিললো নগদ ৫ কোটি টাকা-দেড় কেজি সোনা-আগ্নেয়াস্ত্রও!

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চালিয়ে অভিযুক্ত অফিসারের কাছ থেকে নগদ ৫ কোটি, বিলাবহুল গাড়ি, বিপুল দামি ঘড়ি-সহ বহু কিছু উদ্ধার করেছে।
বহুদিন ধরেই ঘুষ নেওয়ার অভিযোগ ছিল পাঞ্জাবের রোপার রেঞ্জের ডিআইজি হরচরণ সিং ভুল্লারের বিরুদ্ধে। সূত্রের খবর, আকাশ বাট্টা নামের এক ব্যবসায়ী অভিযোগ করেন ৮ লক্ষ টাকা না দিলে মিথ্যে মামলায় তাঁকে ফাঁসানার হুমকি দিচ্ছেন ওই অফিসার। বৃহস্পতিবার অভিযুক্তদের ধরতে ফাঁদ পাতে পুলিশ। দাবি মেনে আকাশ টাকা দিতে পৌঁছতেই হাতেনাতে ধরা পড়ে ভুল্লার। CBI জানিয়েছে, আনুমানিক ৫ কোটি নগদ, দেড় কেজি সোনা ও গয়না, মার্সিডিজ ও অডির চাবি, ২২টি বিপুল দামি ঘড়ি, ৪০ লিটার মদ, লকারের চাবি, আগ্নেয়াস্ত্র প্রভৃতি উদ্ধার হয়েছে।