RG Kar | আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট করেছিল সন্দীপ ঘোষ-অভিজিৎ মণ্ডলরা? CBIর স্ক্যানারে ৯০০ ঘণ্টার CCTV ফুটেজ
সোমবার শিয়ালদহ আদালতে সিবিআই জানায়, প্রমাণ জোগাড়ের জন্য ৮ দিনের আটটি ক্যামেরার মোট ৯০০ ঘণ্টার ফুটেজ ফরেন্সিক পরীক্ষার পর খতিয়ে দেখছে সিবিআই।
আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এবার এই অভিযোগের স্বপক্ষে প্রমাণ খুঁজতে সিবিআইয়ের নজরে ৯০০ ঘণ্টার সিসিটিভি ফুটেজ। সোমবার শিয়ালদহ আদালতে সিবিআই জানায়, প্রমাণ জোগাড়ের জন্য ৮ দিনের আটটি ক্যামেরার মোট ৯০০ ঘণ্টার ফুটেজ ফরেন্সিক পরীক্ষার পর খতিয়ে দেখছে সিবিআই। এই ফুটেজকেই ডিজিটাল এভিডেন্স হিসেবে ব্যবহার করতে চাইছে তারা।