R G Kar | টাকা দিয়ে পাওয়া যেত পছন্দমতো বদলি! হতে পারে 'পরিকল্পিত খুন'! আরজি কর কান্ড নিয়ে একাধিক তথ্য সিবিআইয়ের হাতে

Saturday, August 31 2024, 9:42 am
highlightKey Highlights

সূত্রের খবর, আরজি কর হাসপাতালে টাকা খরচ করতে পারলে পছন্দমতো বদলি পাওয়া যেত বলে অভিযোগ। তথ্য হাতে এসেছে সিবিআই অফিসারদের।


আরজি কর কান্ড নিয়ে নয়া তথ্যর সন্ধান পেলো সিবিআই। সূত্রের খবর, আরজি কর হাসপাতালে টাকা খরচ করতে পারলে পছন্দমতো বদলি পাওয়া যেত বলে অভিযোগ। তথ্য হাতে এসেছে সিবিআই অফিসারদের। আর তারপরই সিবিআই স্ক্যানারে এক মহিলা স্বাস্থ্যকর্তার নাম উঠে আসতে শুরু করেছে। তবে সেই নাম এখনও প্রকাশ্যে আনেনি সিবিআই। এদিকে আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, নির্যাতিতার দেহর কাছে পাওয়া ডায়েরির পাঁতা ছেঁড়া পাতাগুলির একটা সূত্র ধরেই সিবিআই মনে করছে, এটি 'পরিকল্পিত খুন' হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File