Nimisha Priya | ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড রুখতে নয়া মোড়, সুপ্রিম করতে দাখিল হলো মামলা!

২০১৭ সালের জুলাইয়ে ইমেনের বাসিন্দা তালাল আব্দো মহদিকে খুনের অভিযোগে ভারতীয় নার্স নিমিষা প্রিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে ইয়েমেনের আদালত।
২০১৭ সালের জুলাইয়ে ইমেনের বাসিন্দা তালাল আব্দো মহদিকে খুনের অভিযোগে ভারতীয় নার্স নিমিষা প্রিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে ইয়েমেনের আদালত। ১৬ জুলাই কার্যকর হবে। কিন্তু তার আগেই নিমিষার মৃত্যুদণ্ড রদ করতে ভারত সরকার যাতে ইয়েমেন সরকারের সঙ্গে কূটনৈতিক পদক্ষেপ করে, সে জন্য সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার আবেদন জানাল ‘সেভ নিমিষা প্রিয়া অ্যাকশন কাউন্সিল’ নামে এক সংগঠন। দেশের শীর্ষ আদালত মামলা শুনবে। বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ ১৪ জুলাই মামলা তালিকাভুক্ত করতে রাজি হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- মৃত্যুদণ্ড