Mumbai | মুম্বইয়ের লঞ্চডুবির ঘটনায় নৌসেনার স্পিডবোট চালকের বিরুদ্ধে মামলা! আর্থিক সাহায্যের ঘোষণা মোদির
Thursday, December 19 2024, 8:39 am
 Key Highlights
Key Highlightsমম্বইয়ের সাকিনাকা এলাকার বাসিন্দা নাথারাম চৌধুরীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
বুধবার মুম্বইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে নৌসেনার স্পিডবোটের ধাক্কায় লঞ্চডুবিতে মৃত্যু হয়েছে ১৩ জনের। এবার এই ঘটনায় নৌসেনার স্পিডবোট চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বই পুলিশ। মম্বইয়ের সাকিনাকা এলাকার বাসিন্দা নাথারাম চৌধুরীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ ও জখমদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
-  Related topics - 
- দেশ
- ভারত
- মুম্বাই
- নৌকাডুবি
- ভারতীয় নৌবাহিনী
- নরেন্দ্র মোদি

 
 