Madhya Pradesh | নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে ১৫০ ফুট নিচে শুকনো নদীতে পড়ল গাড়ি! মৃত্যু ৮ জনের!
Tuesday, April 22 2025, 8:05 am
Key Highlightsনিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে গাড়ি পড়ল নদীতে! দুর্ঘটনায় মৃত পাঁচ মহিলা সহ আট জন।
নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে গাড়ি পড়ল নদীতে! দুর্ঘটনায় মৃত পাঁচ মহিলা সহ আট জন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দামো জেলায় মহাদেব পাল ঘাট সেতুতে। হাইওয়ে ধরে যেতে যেতে বোলেরো গাড়ির চালক সেতুতে উঠে কিছুটা এগোনোর পরে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরই সেতুর রেলিং ভেঙে ১৫০ ফুট নীচে শুকনো নদীতে পড়ে গিয়ে উল্টে যায় ১৪ জন আরোহী সমেত ওই গাড়িটি। ঘটনায় ৮ জনের মৃত্যু হয় এবং গুরুতর জখম অন্তত ছয় জন। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা পুলিশ আধিকারিকদের জানিয়েছেন, সেতুতে ওঠার আগে থেকেই বেপরোয়া গতিতে ছুটছিল গাড়িটি।
- Related topics -
- দেশ
- ভারত
- মধ্যপ্রদেশ
- পথদুর্ঘটনা
- গাড়ি দুর্ঘটনা

