কাবুলের পর ফের বিস্ফোরণ আফগানিস্তানে! মৃত কমপক্ষে ৩০ জন, গুরুতর আহত অন্তত ২০ জন।
Monday, November 30 2020, 6:08 am
Key Highlightsকাবুলের পর রবিবার গজনি-র এক পুলিশ ক্যাম্পে একটি গাড়িতে আত্মঘাতী হামলা চালায় এক জঙ্গি।কিছুদিন আগেই কাবুলে ২৩ টি রকেট হামলা চালিয়েছিল আইএস জঙ্গিরা। তারপর আফগানিস্তানে রবিবার সকালে বিস্ফোরক বোঝাই গাড়িটি আচমকাই ঢুকে পরে ক্যাম্পের ভেতর। মুহূর্তেই ঘটে যায় বিস্ফোরণ। সূত্রের খবর অনুযায়ী এই ঘটনায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অন্তত ২০ জন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান। বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে ফেলেছে।মৃত এবং আহতরা সকলেই নিরাপত্তাবাহিনীর সদস্য বলে জানিয়েছেন গজনি হাসপাতালের ডিরেক্টর।গজনি প্রশাসনের মুখপাত্র ওয়াদউল্লাহ জুমজাদা জানিয়েছেন জঙ্গিদের হামলার প্রধান লক্ষ্যই ছিল পুলিশ ক্যাম্প। এখনও কোন জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।
- Related topics -
- আন্তর্জাতিক
- আফগানিস্তান
- গাজনি
- বিস্ফোরণ
- পুলিশ ক্যাম্প

