Shubman Gill | ইডেনে আর খেলবেন না ক্যাপ্টেন 'গিল', আইসিইউতে চিকিৎসা চলছে তাঁর

বিসিসিআই তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার ৩০ মিনিট আগে জানিয়ে দেয়, ইডেন টেস্টে আর শুভমন গিলকে পাওয়া যাবে না।
শনিবার সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় দিনে খেলতে নেমে ঘাড়ে চোট পান ক্যাপ্টেন শুভমন গিল। খেলার শেষে তাঁকে অ্যাম্বুলেন্সে করে মাঠ থেকে সরাসরি দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করানো হয়। সূত্রের খবর, মনিটরিংয়ের জন্য সিঙ্গল আইসিইউতে রাখা হয়েছে ভারত অধিনায়ককে। তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার ৩০ মিনিট আগে BCCI জানিয়েছেন, ইডেন টেস্টে আর পাওয়া যাবে না শুভমনকে। রবিবার চিকিৎসকেরা জানিয়েছেন, গতকালের চেয়ে তাঁর আজ ব্যথা কম। তবে আরও ১৪ ঘন্টা পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে।
