Ben Stokes | চোটের জেরে ওভাল টেস্ট থেকে বাদ অধিনায়ক বেন স্টোকস, খেলবে না একগুচ্ছ ইংরেজও

Wednesday, July 30 2025, 2:55 pm
Ben Stokes | চোটের জেরে ওভাল টেস্ট থেকে বাদ অধিনায়ক বেন স্টোকস, খেলবে না একগুচ্ছ ইংরেজও
highlightKey Highlights

পঞ্চম টেস্ট শুরুর আগের দিনই জানা গেল, চোটের কারণে বৃহস্পতিবার মাঠে নামতে পারবেন না ইংরেজ অধিনায়ক।


ওভাল টেস্টে চিন্তা বাড়ছে ইংল্যান্ড শিবিরে। ম্যাঞ্চেস্টারে ব্যাট করতে গিয়ে চোট পেয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। পঞ্চম টেস্ট শুরুর আগে জানা গিয়েছে, চোটের কারণে বৃহস্পতিবার মাঠে নামতে পারবেন না ইংরেজ অধিনায়ক। ক্যাপ্টেন স্টোকসকে বাদ দিয়েই ম্যাচ খেলতে হবে ইংল্যান্ড ব্রিগেডকে। এদিনে ওভালে খেলবেন না ইংল্যান্ড দলের আরো তিন বোলার। লর্ডস টেস্টে ভালো ফর্মে ছিলেন জোফ্রা আর্চার। ওভালে তাঁকে পাচ্ছেনা ইংল্যান্ড শিবির। খেলবেননা অন্য দুই বোলার লিয়াম ডসন এবং ব্রাইডন কার্সও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File