HS-Murshidabad | টোকাটুকি’ করতে না পারায় উচ্চমাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর! দেড় লক্ষ টাকার ক্ষতিপূরণ চাইলেন প্রধান শিক্ষক!

Thursday, March 13 2025, 1:56 pm
highlightKey Highlights

উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ‘টোকাটুকি’ করতে না পারায় পরীক্ষাকেন্দ্রে ব্যাপক ভাঙচুরের করার অভিযোগ উঠল দুই স্কুলের পরীক্ষার্থীদের বিরুদ্ধে।


উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ‘টোকাটুকি’ করতে না পারায় পরীক্ষাকেন্দ্রে ব্যাপক ভাঙচুরের করার অভিযোগ উঠল দুই স্কুলের পরীক্ষার্থীদের বিরুদ্ধে। অভিযোগ, মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের নয়নসুখ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কড়া নজরদারির জেরে ‘টোকাটুকি’ করতে পারেনি পরীক্ষার্থীরা। ফলে পরীক্ষাকেন্দ্রে ব্যাপক ভাঙচুর করা হয়। এই ঘটনায় দুই স্কুল কর্তৃপক্ষের কাছে প্রায় দেড় লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদের ডেপুটি সেক্রেটারি উৎপল বিশ্বাসকে চিঠি দিয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File